ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
রাজাপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে আলিফা জাহান নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে।

 

আলিফা ওই উপজেলার পুটিয়াখালী গ্রামের মাসুম হাওলাদারের মেয়ে। সে রাজাপুর সরকারি পালইট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রীসহ তার পরিবার বাগড়ি বাজার এলাকার বারেক আকনের ভবনের তৃতীয় তলার বাসায় ভাড়া থাকতো। পরিবারের সবার অগচরে নিজকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগায় ওই ছাত্রী। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে গলায় ফাঁস দিল সে কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশে সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।