ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ভেজাল দুধ তৈরি করায় ব্যবসায়ীকে জরিমানা দুই লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
ভেজাল দুধ তৈরি করায় ব্যবসায়ীকে জরিমানা দুই লাখ

সাতক্ষীরা: সাতক্ষীরায় অপদ্রব্য মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অভিযোগে অজিত কুমার ঘোষ নামে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ছনকা গ্রামের দুধ ব্যবসায়ী অজিত কুমার ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।

সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোকলেছুর রহমান জানান, দুধ ব্যবসায়ী অজিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে দুধে অপদ্রব্য মিশিয়ে তা বাজারে বিক্রি করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।  

তিনি আরো বলেন, দুধের পরিমান বাড়ানোর কাজে ব্যবহৃত ৫০ কৌটা ড্যানিশ কনডেন্স মিল্ক, দুধের পচনরোধে ব্যবহৃত ৪০ কেজি হাইড্রোজেন পার অক্সাইড ও দুধের ক্রিম ওঠানোর একটি মেশিন জব্দ করে তাকে এ জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।