ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

জ্যাকসন হাইটসে একুশে গ্রন্থমেলা

প্রবাস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
জ্যাকসন হাইটসে একুশে গ্রন্থমেলা

নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস-৬৯ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে গ্রন্থমেলা।

শনি (২৮ ফেব্রুয়ারি) ও রোববার (১ মার্চ) দুইদিনব্যাপী মেলায় পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বিভিন্ন বই।



বইয়ের প্রদর্শনী ছাড়াও স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে মেলায়।

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

এতে বাংলাদেশ থেকে কথাসাহিত্যিক আনিসুল হক ও প্রবাসের কবি, লেখক ও সাহিত্যিকরাও অংশ নেবেন।

এদিকে গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারা, নিউইয়র্ক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন কবি সাজেদ কামাল।

এসময় তিনি বলেন, বই মানুষকে আমৃত্যু প্রেরণা যোগায়। বই মানুষকে আলোকিত করে। অমর একুশ উপলক্ষে যে বইমেলা হয়ে আসছে, দেশে এবং প্রবাসে তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

জাতিসংঘ ও ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর বাঙালির অমর একুশে নিউইয়র্ক স্টেটে রাষ্ট্রীয় মর্যাদার স্বীকৃতি অর্জন করে। গত ১০ ফেব্রুয়ারি এক রেজ্যুলেশনের মাধ্যমে নিউইয়র্কের স্টেট গভর্নর অ্যান্ড্রু এম কুমো আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ