ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমেরিকার কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমেরিকার কমিটি

ঢাকা: আমেরিকায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা-২০১৫ গঠন করা হয়েছে।

সম্প্রতি মো. কবির কিরণকে সভাপতি ও মোহাম্মদ নাসিরুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।



কমিটির অন্যরা হলেন- একরামুল করিম (১ম ব্যাচ, পরিসংখ্যান বিভাগ), নুরুল আলম (২য় ব্যাচ, অর্থনীতি বিভাগ), ড. গোলাম ফারুক (৩য় ব্যাচ, পরিসংখ্যান বিভাগ), ড. মুসতাক আহমেদ (৩য় ব্যাচ, অর্থনীতি বিভাগ), মনিরুজ্জামান মনির (৯ম ব্যাচ, ভূগোল বিভাগ), ড. সাদেক চৌধুরী (১০ম ব্যাচ, পরিসংখ্যান বিভাগ), এএনএম খন্দকার মিরন (১০ম ব্যাচ, সরকার ও রাজনীতি বিভাগ) ও মিলটন জ্যাকি (১০ম ব্যাচ, সরকার ও রাজনীতি বিভাগ)।

কমিটির সদস্যরা আশা প্রকাশ করে বলেন, এ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমেরিকায় বসবাসকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করবে। পাশাপাশি বিশ্বব্যাপী জাবির অ্যালামনাইদের মাঝে যোগাযোগেও এ পর্ষদ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ