ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

জাতিসংঘের সামনে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ১৭ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
জাতিসংঘের সামনে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ১৭ সেপ্টেম্বর

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে অ্যালিয়েন্স অব বাংলাদেশ আমেরিকানস নামে একটি সংগঠন সমাবেশটির আয়োজন করেছে।

শুক্রবার (০২ সেপ্টম্বর) সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি দমনে বিশ্বের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আগমন উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে। ওইদিন সন্ত্রাস ও জঙ্গিদের হিংসাত্মক ও বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণ করা হবে।

একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্ব নেতাদের মতৈক্যের ভিওিতে বিশ্বব্যাপী সমম্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের দাবি জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ