জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি সশস্ত্র সংঘাতের সময় ‘বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও চিকিৎসাসেবা’ শীর্ষক এক উন্মুক্ত বিতর্কে বক্তব্যে একথা বলেন তিনি।
মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় সৈন্য প্রেরণকারী দেশ।
ইতোপূর্বে নিউইয়র্কে অনুষ্ঠিত শান্তিরক্ষা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, আমরা আমাদের সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের জন্য শান্তিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করেছি। এ বিষয়ে সবর্দা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।
অনুষ্ঠানটির উদ্বোধনীতে ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ২৭ মে, ২০১৭
আইএ