ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

এক ডিমে পাঁচ কুসুম!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এক ডিমে পাঁচ কুসুম! এক ডিমে পাঁচটি কুসুম (ছবি: ইন্টারনেট)

ডিম ভেঙ্গে বাটিতে ঢেলে অবাক বনে গেলেন চীনা এক নারী। ভাঙ্গলেন মোটে একটা ডিম। কিন্তু বাটিতে পাঁচ-পাঁচটি কুসুম। মধ্য চীনের হুবেই প্রদেশের নারী মিজ তাও গত ২৩ জানুয়ারি চীনা নববর্ষের আয়োজন খাবার তৈরি করছিলেন, তখনই এই ঘটনা।

খাদ্য বিশেষজ্ঞরা বলেছেন, এই ডিম নিঃসন্দেহে খাওয়ার যোগ্য। ডিমে কুসুমের সংখ্যা একাধিক হতে পারে।

মুরগীর ডিম্বাশয়ের অস্বাভাবিকতায় এমনটা হয়।

গত ২১ জানুয়ারি স্থানীয় একটি বাজার থেকে ডিমটি খরিদ করেন মিজ তাও। চীনা নববর্ষ সামনে রেখে কিছু মজাদার খাবার বানাচ্ছিলেন তিনি। বাইরে থেকে ডিমটি অন্য ডিমের মতোই দেখতে। তবে ভাঙ্গার পর বের হয়ে আসে পাঁচটি কুসুম।

প্রতিটি কুসুম আধা ইঞ্চি গোলাকার ব্যাসের।

এতে কেবল যে তাও অবাক তাই নয়, তার পরিবারও হতবাক। বিশেষ করে তার ৮০ বছরের মা বলেছেন এতবড় জীবনে তিনি কখনোই এমনটা আর দেখেননি।

তবে ডিমটি পেয়ে পরিবারের সবাই বেশ খুশি। তারা এই পাঁচ-কুসুমের ডিমটিকে তাদের সৌভাগ্যের প্রতীক হিসেবেই দেখছেন, বিশেষ করে নববর্ষের প্রাক্কালে। আগামী ২৮ জানুয়ারি নববর্ষ উদযাপন চীনে।

উইচ্যাট সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে তারা এটি শেয়ারও করেছেন।  

তাতে মিজ তাও’র বন্ধরা নানা মন্তব্য করেছেন ও পরিবারটির জন্য শুভকামনা করছেন।

হুয়াজং বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জিন গুফেংয়ের উদ্ধৃতি দিয়ে একটি সংবাদমাধ্যম বলছে, দুই কুসুমের ডিম মাঝে মধ্যেই দেখা যায়, তবে এতগুলো কুসুমের ডিম সত্যিই বিরল।

গুফেং বলেন, মুরগীটির ডিম্বাশনে কোনও অস্বাভাবিকতার কারণেই এমনটা হয়েছে।

রান্না হলেই এই ডিম খেতে কোনও সমস্যা নেই বলে মত তার।      

বাংলাদেশ সময় ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।