ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অফবিট

ট্রাম্পের মুখ যখন সাঁতারের পোশাক!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ট্রাম্পের মুখ যখন সাঁতারের পোশাক! ট্রাম্পের মুখ যখন সাঁতারের পোশাক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত একটি সাঁতারের পোশাক আলোড়ন তুলেছে দেশটিতে। 

অবশ্য ট্রাম্পের পুরো শরীর নয়, কেবল জাগ্রত মুখাবয়বই রাখা হয়েছে ‘শঙ্কিত ট্রাম্প’ নামের সুইমিং স্যুটটিতে।  

এবারের গ্রীষ্মে সমুদ্রসৈকতে স্নান ও সাঁতার কাটার উপযোগী সাঁতারের পোশাকটি বাজারে এনেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি কোম্পানি।



কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সুইম স্যুট আপনার ফর্ম নিয়ন্ত্রক এবং দোভাষীর কাজ করে। আমেরিকায় তৈরি এ পোশাকে ট্রাম্পও অত্যন্ত সন্তুষ্ট হবেন।

এটির মূল্য ৪৯.৯৫ ডলার এবং ফেরত বা বিনিময় করা যাবে না।  

সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখোমুখি অবস্থানের বড় ছবিতে মুদ্রিত সাঁতারের পোশাকটি ভাইরাল হওয়ার পর পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করা হচ্ছে। বেশিরভাগ ব্যবহারকারীর মন্তব্যই বিভ্রান্ত অনুভূতি প্রকাশ করছে।

‘আমি কখনও কখনও সৈকতে যেতে চাই না, যেখানে এটি পরা হয়’- লিখেছেন ব্যবহারকারী স্যান্টিপিক্যাল।  

‘আমি এটি পছন্দ করতে চাই না এবং আমি সত্যিই এটি দেখতে চাই না, যা একজন ব্যক্তির মতো দেখতে’- বলেন মির্সজয়ফুলজোনস্‌।  

‘লিনেট সাল্লাল্পি ফেস্ট লিখেছেন, ‘ঠিক আছে, আপনি চিরদিনই আমার ঘুম ভাঙিয়েছেন। এই ছবিটি আমার নিজেকেই যেন ত্যাগ করতে যাচ্ছে’।

ইউওংইলেল লিখেছেন, ‘আমি এটি দেখে লজ্জিতও হই’।

বর্তমানে কোম্পানিটি সোশ্যাল মিডিয়ায় একটি ‘লোমশ বুক’ সাঁতারের পোশাক বিক্রি শুরু করেছে, যেটি লোমশ মানুষের শরীরের মতো দেখায়।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এএসআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।