ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অফবিট

নেপোলিয়নের মুকুটের পালক বিক্রি সোয়া ৬ কোটিতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
নেপোলিয়নের মুকুটের পালক বিক্রি সোয়া ৬ কোটিতে নিলামে বিক্রি হওয়া সম্রাট নেপোলিয়নের মুকুটের পালক। ছবি: সংগৃহীত

ঢাকা: সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মুকুট থেকে নেওয়া একটি সোনালী পালক বিক্রি হয়েছে সোয়া ছয় কোটি টাকায় (সোয়া ৬ লাখ ইউরো)। গত রোববার প্যারিসে নিলামে তোলা হলে নিলামকারীদের প্রত্যাশার চেয়েও অনেক বেশী দরে এটি বিক্রি হয়ে যায়। নিলামকারীরা ১ লাখ থেকে দেড় লাখ ইউরোর মধ্যে এটি বিক্রির প্রত্যাশা করেছিলেন।

নিলামকারীদের দাবি, মুকুট বেশী ভারী মনে হওয়ায় সম্রাট নেপোলিয়নের নিজেরই খুলে ফেলা ৬টি সোনার পালকেরই একটি ছিলো নিলামে বিক্রি হওয়া পাতাটি।

নেপোলিয়নের স্বর্ণকার মার্টিন গুইলাউম ব্লেনালস তার প্রত্যেক কন্যাকে একটি করে মুকুট থেকে খুলে ফেলা সোনালী পাতা দিয়েছিলেন।

সেগুলোরই একটি পাতা বংশ পরম্পরায় সেই স্বর্ণকারের বর্তমান প্রজন্মের কাছে ছিলো। রোববার যার নিলাম হয়।

রোববাবের নিলামে ফরাসী সম্রাট নেপোলিয়নের প্রায় ৪০০টি পণ্য বিক্রির জন্য তোলা হয়। এগুলোর মধ্যে এই সোনালী পাতা ছাড়াও ছিলো সোনার ফুল খোদাই করা অলংকৃত বাক্স। সম্রাজ্ঞী জোসেফাইনের ব্যবহৃত ওই বাক্স বিক্রি হয় দেড় লাখ ইউরোতে। এই মূল্যও নিলামকারীদের প্রত্যাশার তিন গুণ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।