ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

মুক্তমত

বাবা ।। সানি সূত্রধর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
বাবা ।। সানি সূত্রধর

যেদিন আমি ছোট্ট ছিলাম
যুবক ছিলেন বাবা,
সে দিনটি আসবে ফিরে
যায় কি তা আজ ভাবা ?

বাবার কাছেই হাঁটতে শিখি
শিখি চলা-বলা,
সারাটি দিন কাটতো আমার
জড়িয়ে তার গলা।

বাবার হাতেই হাতেখড়ি,
প্রথম পড়ালেখা।


বিশ্বটাকে প্রথম আমার
বাবার চোখেই দেখা।

আজকে বাবার চুল পেঁকেছে
গ্রাস করেছে জ্বরা,
তবু বুঝি বাবা থাকলেই
লাগে ভুবন ভরা।

বাবা এখন চশমা পড়েন
পার করেছেন আশি,
আজো তাকে আগের মতোই
অনেক ভালোবাসি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।