ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

আন্তর্জাতিক রেটিং দাবায় শীর্ষে ১৬ দাঁবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আন্তর্জাতিক রেটিং দাবায় শীর্ষে ১৬ দাঁবাড়ু

ঢাকা: আমিন মোহাম্মদ গ্রুপ, এএসটি বেভারেজ লিমিটেড ও বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায়, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমিন মোহাম্মদ গ্রুপ ও এএসটি বেভারেজ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ১৬জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

 

তারা হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ইকরামুল হক সিয়াম, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার রেজাউল হক, শরীফ হোসেন, মতিউর রহমান মামুন, এস, এম স্মরন, ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন লাভলু, মোঃ আবু হানিফ, ভারতের অভিষেক সরকার, ফয়সাল হোসেন, জাকির হোসেন শিপলু ও মোঃ আতাউর রহমান।

তৃতীয় রাউন্ডের খেলা জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে সোমবার (২৮ মার্চ) হতে শুরু হয়েছে এশিয়ান নেশনস কাপের খেলা। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় খেলা শুরু হয়। প্রথম রাউন্ডে বাংলাদেশ প্যালেস্টাইনের সাথে খেলেছে।

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান যথাক্রমে প্যালেস্টাইনের রাফাত, আলহাদাদ মাহমুদ, তামরা আতাল্লা ও আল তাকরুরি হুসামের সাথে খেলেন।

চীন, ভারত, ভিয়েতনামসহ এশিয়ার ২০টি দেশের ২২টি দল (স্বাগতিক দেশের ৩টি দলসহ) ওপেন বিভাগে এবং ৯টি দেশ মহিলা বিভাগে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ