ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

কবিতা

জঙলি পরির অরণ্য দখল | মিজানুর রহমান বেলাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
জঙলি পরির অরণ্য দখল | মিজানুর রহমান বেলাল

জঙলি পরির অরণ্য দখল
পৌরসভার পাড় দিয়ে যে পথ চলে গেছে অরণ্যে
সে পথেই কুঠুরি বাড়ি
পাশ দিয়ে সবুজের চাদর জড়ানো নদী
ঢেউয়ের পিয়ানোর সুরে ভাঙে- মাঝির ঘুম মনমঞ্জরি

পাড় ঘেঁষা বালির বাকলে পড়ে থাকা হারানো মাস্তুল
কেড়ে নিতে চায়- মাছরাঙার শিকার সঙ্গীত
মাঝির চোয়ালে জেগে থাকা জুয়াড়ি জলের ফেনা
দ্যাখেনি- অন্ধপুরোহিত

কুঠুরির উঠোনে হারানো হিজলের পাতা
হালের হ্যারিকেন দিয়ে খুঁজেছিলো মাঝি
তা দেখে ফেটেছিলো বাঁশের খোঁড়ল;
জঙলি পরি- অরণ্য করেছিল দখল...

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ