ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তিলোত্তমা নগরী গড়তে নৌকায় ভোট চাই: মেয়র প্রার্থী ডালিয়া 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
তিলোত্তমা নগরী গড়তে নৌকায় ভোট চাই: মেয়র প্রার্থী ডালিয়া 

রংপুর: রংপুর সিটি করপোরেশনকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় গনসংযোগে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

ডালিয়া বলেন, উন্নয়ন সম্ভাবনাময় রংপুরে দীর্ঘদিন ধরে সরকারদলীয় কোনো প্রার্থী না থাকায় পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। তাই রংপুরবাসী উন্নয়নের স্বার্থে এবার নৌকা মার্কায় ভোট দেবেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত, পরাভূত করে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছি। আমি তাই চাইবো সিটি নির্বাচনে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু ও সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদসহ অন্যান্য নেতারা।  

গণসংযোগে নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চান।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।