ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমিটি ঘোষণার পর ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
কমিটি ঘোষণার পর ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষিপ্তভাবে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর তারা মিছিল বের করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকতের নাম ঘোষণা করেন।

এ খবর ক্যাম্পাসে প্রকাশ হওয়ার পর ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল নিয়ে টিএসসিতে জড়ো হন।

ছাত্রলীগ কর্মী রকিব উদ্দীন বাংলানিউজকে বলেন, আমাদের প্রিয় ভাই ছাত্রলীগের শীর্ষ নেতা নির্বাচিত হয়েছে এ আনন্দ ভাগাভাগি করতে এসেছি।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। কারণ ছাত্রলীগের সম্মেলনের দুই সপ্তাহ পার হলেও নতুন কমিটি না হওয়ায় সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষা করেছিলেন।

এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে গত ২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন এবং এর পরদিন ৩ ডিসেম্বর অপরাজেয় বাংলার পাদদেশে  অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।