ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

এমপি হারুন পদত্যাগ করবেন বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমপি হারুন পদত্যাগ করবেন বৃহস্পতিবার

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পদত্যাগ করবেন।

বুধবার (২১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন হারুনুর রশীদ।  

বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন।  ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। পরের দিন ১১ ডিসেম্বর পাঁচ জন সদস্য সংসদে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। ওই সময় হারুনুর রশীদ বিদেশে থাকার কারণে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।