ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ.লীগের নতুন কমিটিতে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
‘আ.লীগের নতুন কমিটিতে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না’

মাদারীপুর: আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটিতে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, এমনকি নতুন কোনো মুখ আসছে না বলেও আভাস দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, ‘সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে নতুন কমিটি ঘোষণা করবেন।

যোগ্যতার প্রমাণ দেখানোয় আবার এ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন। ’

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ‘পখিরার পীর’ ছগির মাহমুদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,‘প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী একটানা ১৪ বছর ক্ষমতায় রয়েছে। দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুসহ  সারাদেশের উন্নয়ন দেখে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে জনগণ। এ নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট ভূমিকা রাখবে। নতুন কমিটির দায়িত্বই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দলের সাংগঠনিক শক্তি গড়ে তোলা। ’

তিনি বলেন,‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আন্দোলনের নামে নাশকতা প্রতিহত করতে সক্ষম হবে এ কমিটি। ’

এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।