ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা 

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রিজভী জানান, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে গেল ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির এই কমিটিতে আহ্বায়ক ছিলেন সাবেক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব। এবং সদস্যসচিব ছিলেন আমিনুল হক।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
ইএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।