ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

নীলফামারীতে জামায়াতের আমীরসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
নীলফামারীতে জামায়াতের আমীরসহ আটক ৭

নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর আমীরসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার কুখাপাড়া ও কচুকাটা ইউনিয়নের দুহুলী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করার প্রতিবাদে নাশকতামূলক দেশ বিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।