ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে ঘুষ-দুর্নীতি বন্ধ করার দাবি বাসদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
কিশোরগঞ্জে ঘুষ-দুর্নীতি বন্ধ করার দাবি বাসদের

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রাষ্ট্রীয় লুটপাট ও ঘুষ-দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়েছেন বাসদের নেতারা। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রথম কিশোরগঞ্জ জেলা সম্মেলন উপলক্ষে সমাবেশ ও কমিটি পরিচিতি সভার আয়োজন করা হয়।  

এতে সভাপতিত্ব করেন বাসদ কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট শফীকুল ইসলাম।  

সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন, বাসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

অ্যাডভোকেট মাসুদ আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বাসদ কেন্দ্রিয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, বাসদ ময়মনসিংহের ইনচার্জ ইমাম হোসেন, বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমী প্রমুখ।

সমাবেশে বক্তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামসহ বিদ্যুৎ, গ্যাস, সার, ডিজেল, কেরোসিন দাম ও পরিবহন ভাড়া কমাতে হবে। এসবের দাম বৃদ্ধি পাওয়ায় জনগনের ভোগান্তি আরও বেড়েছে। কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা প্রত্যাহার ও তদারকি সরকারের অধীনে। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা করার দাবিও জানান বক্তারা।

বাম গণতান্ত্রিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।