ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ. লীগের মনোনয়ন বোর্ডের সদস্য হলেন বাহাউদ্দিন নাছিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
আ. লীগের মনোনয়ন বোর্ডের সদস্য হলেন বাহাউদ্দিন নাছিম

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য করা হয়েছে।

রোবববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে।

বাহাউদ্দিন নাছিম এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য পদ ছাড়াও দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ৪৬ সদস্যের নামের তালিকাও প্রকাশ করেছে দলটি।

রোববার রাতে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদের সদস্যদের নামের তালিকা প্রকাশ করে সরকারে ক্ষমতাসীনরা।

উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মশিউর রহমান, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, রমেশ চন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান সিরাজ, ড. মহীউদ্দীন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহমেদ, সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ডা. আ, ফ, ম রুহুল হক, কাজী আকরাম উদ্দীন আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. মো. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, ড. মির্জা এম. এ জলিল, খন্দকার গোলাম মওলা নকশাবন্দী, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, ড. প্রণব কুমার বড়ুয়া, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, প্রফেসর ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী।

প্রফেসর খন্দকার বজলুল হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, অধ্যক্ষ মতিউর রহমান, সালমান এফ রহমান এমপি, চৌধুরী খালেকুজ্জামান, ইনাম আহমেদ চৌধুরী, মোজাফ্ফর হোসেন পল্টু, আতাউর রহমান, আলহাজ একেএম রহমত উল্লাহ, ড. শামসুল আলম, মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মতিয়ার রহমান খান, হারুনুর রশীদ, অধ্যাপিকা সাদেকা হালিম, অধ্যাপিকা ড. ফারজানা ইসলাম, মাজেদা রফিকুন্নেছা (সাবেক রাষ্ট্রদূত)।

গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ