ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
কিশোরগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে জেলা ছাত্রদল নেতা রেদোয়ান রহমান ওয়াকিউরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ জানুয়ারি) দিনগত রাতে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রেদোয়ান রহমান ওয়াকিউর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে দায়েরকৃত মামলার আসামি রেদোয়ান রহমান ওয়াকিউর। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতার করতে পুলিশ খুঁজছিল।  

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে (রেদোয়ান রহমান ওয়াকিউর) গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।  

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে দায়েরকৃত মামলার আসামি রেদোয়ান রহমান ওয়াকিউরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়:০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।