ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ফেনী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ফেনী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ 

ফেনী: গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী বড় বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বিএনপি নেতারা বলেন, অবিলম্বে এই ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি চাই, দিতে হবে। এসময় তারা বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের দাম কমানোর দাবিও জানায়।  

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, ফেনী সদর উপজেলা বিএনপির, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু।

আরও বক্তব্য রাখেন, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ফুলগাজী  উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম ভিপি স্বপন,পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহীম খলিল মনি, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী ভরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ।

উপস্থিত ছিলেন, বিএনপি ও এর সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩ 
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ