ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আবারও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
আবারও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা

ঢাকা: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি রাজধানীতে আবারও দু’দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, চলমান সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারি গোপিবাগ ব্রাদার্স ইউনিয়ন মাঠ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা পালন করা হবে।

অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ১২ ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে মোহাম্মদপুর তাজমহল রোড হয়ে বসিলা বাইপাস মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে চারটি পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।

সংবাদ সম্মেলনে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কামরুজ্জামান রতন, মাহবুবুল হক নান্নু, নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এমএইচ/ জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।