ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শনিবার প্রতি ইউনিয়নে শান্তি সমাবেশ করবে আ. লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
শনিবার প্রতি ইউনিয়নে শান্তি সমাবেশ করবে আ. লীগ

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী নিজেদের সাংগঠনিক ভিত্তি জানান দিতে শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত শান্তি সমাবেশে অংশগ্রহণ করবেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০২৩  
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।