ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১১ মার্চ সব মহানগর ও জেলায় মানববন্ধন করবে বিএনপি ও মিত্ররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
১১ মার্চ সব মহানগর ও জেলায় মানববন্ধন করবে বিএনপি ও মিত্ররা

ঢাকা: বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১১ মার্চ শনিবার সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে ‘মানববন্ধন’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা জোট।

শনিবার (৪মার্চ) ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং সমমনা জোট ও দলগুলোর নেতারা নিজ নিজ পদযাত্রাপূর্ব সমাবেশ  থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মার্চের মানববন্ধন কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণ,  বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ