ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৭ মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
৭ মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি

ঢাকা: ১০ দফা দাবিতে আগামী মঙ্গলবার (৭ মার্চ) ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা চেয়ে শনিবার (৪ মার্চ) পুলিশ কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে।

এদিকে শনিবার সারা দেশের মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। ঢাকার দুই মহানগরের ৫০টি থানায় একযোগে এ প্রথম পদযাত্রা করলো তারা। এর মাধ্যমে নিজেদের বড় ধরনের শক্তির মহড়া দিলো বলে জানান নেতাকর্মীরা।

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়াসহ বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রা করা হয়।

বিএনপির মিত্র শক্তি সমমনা কয়েকটি জোট ও দল এক যোগে ঢাকাসহ নয়টি মহানগরে এ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে আগামী ১১ মার্চ সব মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে রাতে জানা যায় ৭ মার্চ ঢাকার নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।