ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দাওয়াত দিয়ে নির্বাচনে আনা আ. লীগের কাজ না: মায়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
দাওয়াত দিয়ে নির্বাচনে আনা আ. লীগের কাজ না: মায়া

ঢাকা: ‘আমরা স্বাধীনতার সন্তান’ নামের একটি সংগঠনের আয়োজনে এক সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনা আওয়ামী লীগের কাজ না।  

তিনি বলেন, প্রতিটি দলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।

যাদের নির্বাচনে অংশগ্রহণের মতো শক্তি সামর্থ্য আছে তারা নির্বাচনে আসবে। আর তাদের নিয়েই আমরা নির্বাচন করব। কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনতে হবে এই কাজ কিন্তু আওয়ামী লীগের না।  

সোমবার (০৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

বিএনপি একটি জিন্দা লাশ, তাদের দাফন দেওয়া ছাড়া উপায় নেই এমন মন্তব্য করে মোফাজ্জল হোসেন মায়া বলেন, বিএনপি যদি জোর করে ক্ষমতায় যেতে চায় তাহলে সেটা হবে না। পরিষ্কার করে বলতে চাই আজকের বিএনপি একটা জিন্দা লাশ। গণতন্ত্র বা সংবিধান রক্ষার জন্য আপনারা তত্বাবধায়ক বা নিরপেক্ষ যাই বলেন এগুলো দিয়ে আপনারা (বিএনপি) পার পাবেন না। এটার ওপর ভর করে যদি আপনার নির্বাচন না করে বসে থাকেন তাহলে কোনো কাজ হবে না।  

আন্দোলনের নামে বিএনপির অপকর্ম থেকে দেশকে রক্ষা করতে হবে উল্লেখ করে মায়া বলেন, আন্দোলনের নামে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে তারা (বিএনপি) দেশি ও আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত হয়েছে। আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করে। আন্দোলনের নামে তারা বাস পোড়ায় এবং আগুন সন্ত্রাস করে। তাদের এসব অপকর্ম থেকে দেশকে আমাদেরই রক্ষা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন আমরা স্বাধীনতার সন্তান সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাজমুল হক।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
ইএসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ