ফরিদপুর: জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ভয়ংকর ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এখন সেখানে বসে দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে চায়।
জাতীয়তাবাদী কৃষক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর আয়োজিত কৃষক দলের এক বিশাল সমাবেশে শহিদুল ইসলাম বাবুল এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ র্যালি পূর্ব সমাবেশ হয়।
জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহীদের সভাপতি এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মোহা. মামুন অর রশিদ মামুনসহ বিএনপি ও কৃষক দলের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালি বের করা হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাঙ্গা রাস্তার মোড়ে র্যালি শেষ হয়। কৃষক দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য সাজে ব্যান্ডপার্টি সহকারে র্যালিতে অংশ নেন। কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক এতে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
জেএইচ