ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের বড় বাঁধা ব্যাংকলুটেরা, সংগ্রামের ঘোষণা নাছিমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
উন্নয়নের বড় বাঁধা ব্যাংকলুটেরা, সংগ্রামের ঘোষণা নাছিমের

ঢাকা: জাতির পিতা স্বজনপ্রীতি, দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে যেতে বলেছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার দৃপ্তকণ্ঠে বক্তব্য দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বলেছেন।

দুর্নীতি-স্বজনপ্রীতি-ব্যাংকলুটেরা-ব্যাংকখেলাপীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এরা দেশের শত্রু; শেখ হাসিনার উন্নয়ন-সমৃদ্ধির সবচেয়ে বড় বাঁধা।

সোমবার (৭ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত সভায় এসব কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম।

তিনি আরও বলেন, আসুন আমরা সবাই মিলে শপথ করি, অর্থপাচারকারী, ঋণখেলাপী, ব্যাংকলুটেরাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে এমন সরকার নির্বাচন করি, সেখানে দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না। দুর্নীতির মূল্যোৎপটন করে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ পরিণত করবো।

আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তি এখনও হয়নি। আমাদের মুক্তির সংগ্রাম চলছে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলবে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে বলেছিলেন, আমাদের সাড়ে সাত কোটি মানুষের শত্রু হল দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালাতে হবে। এ সংগ্রাম নিরন্তর, এ সংগ্রাম চলবে।

দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা সম্পর্কে আওয়ামী লীগ নেতা নাছিম বলেন, বঙ্গবন্ধু যুক্তফন্ট্রের মন্ত্রী হয়ে সরকারে-প্রশাসনে যেখানেই দুর্নীতি হোক সংগ্রাম করতে বলেছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।