ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সৎ সাহস থাকলে নিরপেক্ষ ভোট দিন: রুমিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
সৎ সাহস থাকলে নিরপেক্ষ ভোট দিন: রুমিন

চাঁদপুর: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সময় থাকতে সাবধান হয়ে যান।

বহুত খাইছেন, দেশের মানুষের সর্বনাশ করেছেন। দেশের ক্ষতি যা হবার হয়েছে। আর নয়, একটি সুষ্ঠু নির্বাচন দেন। ক্ষমতা থেকে পদত্যাগ করেন। নির্দলীয় ও  নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। যদি সৎ সাহস থাকে নিরপেক্ষ ভোট দেন।

শনিবার (১১ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে রুমিন ফারহানা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় লাগাতার পরিবর্তনে শিক্ষাক্রম ধ্বংস করছে সরকার। যার ফলে ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। ১৫ বছর অনেক লম্বা সময়। এ সরকারকে আর ছাড় দেওয়া হবে না।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহদেম মানিক এবং সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম।

মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্নস্থান থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।