ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রবিরোধী বৈঠক থেকে বিএনপির ৫৪ নেতাকর্মী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
রাষ্ট্রবিরোধী বৈঠক থেকে বিএনপির ৫৪ নেতাকর্মী গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানী ক্লাব থেকে বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে রাষ্ট্রবিরোধী বৈঠক করছিলেন তারা।

সোমবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

এর আগে রোববার (১৯ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাত আনুমানিক ১টার দিকে বিএনপির নেতাকর্মীরা  রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য বনানী ক্লাবে গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে দলটির ৫৪ নেতাকর্মীকে আটক করা হয়।

এছাড়া আজ বেলা ১১টার দিকে বনানী থানার ডিউটি অফিসার সিদ্দিক আহমেদ জানান, ৫৪ জনের নামেই মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।