ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জনগণকে গোলাম বানিয়ে রাখা হয়েছে: লুৎফর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
জনগণকে গোলাম বানিয়ে রাখা হয়েছে: লুৎফর

ঢাকা: দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে গোলাম বানিয়ে রাখার অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার (একাংশের) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান কর্তৃক ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন উপলক্ষে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে বনানী কবরস্থানে শফিউল আলম প্রধানের কবরে পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

খন্দকার লুৎফর রহমান বলেন, ২০১৮ সালে শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে দিনের ভোট রাতে নেওয়ার একটা নজির স্থাপন হয়েছে। রাতের অন্ধকারে কীভাবে ভোট নিতে হয়, তা এ দেশের ১৬ কোটি মানুষসহ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এ আওয়ামী লীগ সরকার। এ সরকার নিশি রাতের সরকার।

তিনি আরও বলেন, মরহুম শফিউল আলম প্রধান ছিলেন অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ নেতা। আজকে দেশের গণতন্ত্রের এ দুরবস্থায় তার বড়ই প্রয়োজন ছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, নগর জাগপার সভাপতি মো. হোসেন মোবারক, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু, যুবনেতা আতিকুর রহমান, শেখ আকবর হোসেন ও ওসমান শেঠ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ