ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতা মামলায় বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
নাশকতা মামলায় বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনকে (৪২) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।  

বুধবার (২৯ মার্চ) দিনগত রাত দেড়টায় শহরের খারদ্বার এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ থানায় গেল ২৮ মার্চ দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।  

এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আছাদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, মোরেলগঞ্জ থানার একটি নাশকতা মামলায় সুজা উদ্দিন মোল্লা সুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার নামে একাধিক মামলা তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন রয়েছে।

সুজন মোল্লার ভাতিজা আতিকুর রহমান রাসেল বলেন, চাচার নামে যেসব মামলা রয়েছে, সেগুলোর প্রত্যেকটিতে তিনি জামিনে রয়েছেন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা অতিদ্রুত চাচার মুক্তি চাই।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।