ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
ময়মনসিংহে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহে ছুরিকাঘাতে ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছকে (৫০) হত‍্যা করা হয়েছে।  

নিহত আনিছ ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার।

এছাড়া তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এর আগে গত রোববার (২৬ মার্চ) বিকেলে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় মো. লেলিন মিয়া নামে এক ব্যক্তি আনিছকে ছুরিকাঘাত করেন।  

নিহতের পরিবার জানায়, আনিছ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের নাটকঘর লেনে বসবাস করতেন। এ সুবাদে স্থানীয় লেলিন প্রায়ই তার কাছে টাকা চাইতেন। ঘটনার দিনও টাকা চেয়ে না পাওয়ায় আনিছকে ছুরিকাঘাত করেন সন্ত্রাসী লেলিন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনিছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে  তার মৃত্যু হয়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামি লেলিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।  

এদিকে বিএনপি নেতা আনিছুর রহমান হত‍্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার।   

তিনি বলেন, এ বিএনপি নেতার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। অবিলম্বে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।