ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাতীয় যুব সংহতি ঢাকা দক্ষিণের সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
জাতীয় যুব সংহতি ঢাকা দক্ষিণের সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা

ঢাকা: মো. দ্বীন ইসলাম শেখকে আহ্বায়ক ও শেখ সারোয়ারকে সদস্য সচিব করে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের আংশিক সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফ এবং সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন এই কমিটি ঘোষণা করেন।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় যুব সংহতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণকে আরও সংগঠিত করে গতিশীল কার্যক্রমের মাধ্যমে একটি সফল সম্মেলন আয়োজনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নব গঠিত সম্মেলন প্রস্তুত কমিটিকে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।