ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

নারায়ণগঞ্জে নিহত যুবদল নেতা মাহবুবের জানাজা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
নারায়ণগঞ্জে নিহত যুবদল নেতা মাহবুবের জানাজা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবদলের প্রয়াত সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) উপজেলার পাঁচরুখী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জুয়েল ভূঁইয়া, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন, সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব প্রমুখ।

জানাজার আগে দেওয়া বক্তব্যে নেতারা এ ঘটনায় বিচার দাবি এবং জড়িতদের এজন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করার প্রতিজ্ঞা করেন।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালিবাড়ী বাজার সংলগ্ন এলাকা থেকে যুবদল নেতা মাহবুবুল আলমকে ধরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ঘটনার সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছে বিএনপি।

এদিকে এ ঘটনায় ইতোমধ্যে ৮ জনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।