ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকার সংবিধানকে ইচ্ছামতো কাটাছেড়া করেছে: আজিজুল বারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
সরকার সংবিধানকে ইচ্ছামতো কাটাছেড়া করেছে: আজিজুল বারী

খুলনা: বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সরকার নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে সংবিধানকে ইচ্ছামতো কাটাছেড়া করেছে। শনিবার (৮ এপ্রিল) বিকেলে খুলনা প্রেসক্লাব চত্বরে খুলনা মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনিন এমন মন্তব্য করেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় এ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

এসময় সাবেক এই ছাত্রদল সভাপতি বলেন, সরকার বিএনপিকে নির্বাচনে চাচ্ছে, আবার সংবিধান সম্মত নির্বাচনের দাবি করছে। তারা নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে সংবিধানকে ইচ্ছামতো কাটাছেড়া করেছে।

তিনি বলেন, সামরিক  স্বৈরশাসকের পতনের লগ্নে ১৯৯১ সালের জাতীয় নির্বাচন সংবিধান সম্মতভাবে হয়নি, হয়েছিল সময়ের প্রয়োজনের দাবিতে। ৯৬ সালেও সংবিধানে তত্ত্ববধায়ক সরকার প্রবর্তন করতে বিএনপিকে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, নগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।