ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গণফোরামের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গণফোরামের উদ্বেগ

ঢাকা: শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আড়াইশো দোকানের হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়ে প্রায় ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এ ঘটনায় গভীর সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ জানান তারা।

বিবৃতিতে নেতারা বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগকালীন অবস্থায় অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে জনগণের জানমালের নিরাপত্তায় কোনো ব্যবস্থা করতে পারেনি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। এখনও পুরোপুরিভাবে নিউ সুপার মার্কেটের আগুন নির্বাপণ করতে পারেনি। যথা সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কিসের উন্নয়ন? এ অবৈধ আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত না করে গণতান্ত্রিক আন্দোলন করা দলের ওপর দোষ চাপিয়ে যে বক্তব্য পেশ করছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

অবিলম্বে অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে জনগণের সামনে উন্মোচন করুন। লাগাতার অগ্নিকাণ্ড দুর্ঘটনা না কি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? জননিরাপত্তায় উদাসীন এ সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যত দ্রুত সম্ভব ঈদের আগে ব্যবসার পরিবেশ সৃষ্টি করার দাবি করেন মোস্তফা মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এমকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।