ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন।  

রোববার (১৬ এপ্রিল) এ বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাধারণ সম্পাদক ফখরুল আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদসহ অন্যান্য নেতাদের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস  সাক্ষাৎ করেছেন।  

সাক্ষাৎকালে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।