ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সদরের উড়াকান্দা বাজার এলাকায় বরাট ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালে শেখ সুমন সবুজ হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন, নিহত সবুজের বাবা শামসুল আলম শেখ, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার, নিহত সবুজের চাচা ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শহিদুজ্জামান রাজা মোল্লা, সাধারণ সম্পাদক মো. মাইনদ্দিন শেখ, বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বরাট ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কারসহ পরিবারের সদস্যরা।  

বক্তরা বলেন, গত ২৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বাড়ির জানালা দিয়ে দুর্বৃত্তরা গুলি করে সবুজকে। পরে দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মৃত্যু হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সজীব শেখ নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় এখন পর্যন্ত দু’জন গ্রেপ্তার হয়েছে।  

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে সবুজকে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।