ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রশিবিরের ঢাবি শাখার সম্পাদকদের তালিকা প্রকাশ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ছাত্রশিবিরের ঢাবি শাখার সম্পাদকদের তালিকা প্রকাশ 

ঢাকা: ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দায়িত্ব পেয়েছেন ১৫ জন।

বুধবার (২২ জানুয়ারি) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি থেকে তালিকাটি প্রকাশ করা হয়। ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে অফিস সম্পাদক পদে মো. ইমরান হোসাইন, বিজ্ঞান সম্পাদক পদে মো. ইকবাল হায়দার, ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে হাসান মোহাম্মদ ইয়াসির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মাজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক পদে নুরুল ইসলাম নূর, প্রকাশনা সম্পাদক পদে মো. আনিছ মাহমুদ ছাকিব, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মাজহারুল ইসলাম মুজাহিদ, প্রচার ও মিডিয়া সম্পাদক পদে মু. সাজ্জাদ হোসাইন খাঁন রয়েছেন।

এছাড়া অর্থ সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, শিক্ষা সম্পাদক পদে আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য ও স্পোর্টস সম্পাদক পদে মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, দাওয়াহ সম্পাদক পদে হামিদুর রশিদ জামি, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে ছৈয়দ তানবীর হাসান জাহিন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম মুয়াজ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাহমুদ রয়েছেন।

এর আগে ২ জানুয়ারি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে শহীদ মাহবুবুর রহমান মিলনায়তনে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিক যথাক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।