ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ব্যানার-ফেস্টুন অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ২, ২০২৩
আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ব্যানার-ফেস্টুন অপসারণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নিয়মের বাইরে শুভেচ্ছা ও নির্বাচনের প্রচারণার জন্য পৌরসভায় সাটানো ব্যানার, ফেস্টুন, তোরণ অপসারণ করেছে নির্বাচন কমিশন।  

মঙ্গলবার (২ মে) দিনব্যাপী পৌরসভায় এ অপসারণ কার্যক্রম পরিচালনা করে নির্বাচন কমিশন।

এতে সহযোগিতা করে পুলিশ, আনসারসহ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।

এসময় আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী, স্বতন্ত্র প্রার্থী ইকবাল মোল্লা, হাবিবুর রহমানসহ বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, তোরণ অপসারণ করা হয়। এর আগে একাধিকবার বলা হলেও প্রার্থীরা এসব অপসারণ না করায় বাধ্য হয়ে এ অপসারণ অভিযান চালায় নির্বাচন কমিশন।

জানা যায়, এভাবে প্রচার প্রচারণা এখন নিষেধ থাকলেও ঈদকে কেন্দ্র করে রমজান মাসজুড়ে এসব ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ করে ঈদ শুভেচ্ছার আদলে নির্বাচনে প্রচারণার কার্যক্রম করছিলেন এসব প্রার্থীরা। বিষয়টি নজরে আসার পর বার বার তাদের জানানো হলেও এসব অপসারণ করা হয়নি। পরে নির্বাচন কমিশন অভিযান চালিয় এসব অপসারণ করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন।

এসময় উপস্থিত ছিলেন- আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম, আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন ও আড়াইহাজার থানার উপ-পরিদর্শক নাহিদ মাসুম।

আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জানান, আমরা এগুলো অপসারণ এবং ভবিষ্যতের জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ২, ২০২৩
এমআরপি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।