ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আমতলী উপজেলা আ.লীগের সভাপতি মতিয়ার, সম্পাদক হাসান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
আমতলী উপজেলা আ.লীগের সভাপতি মতিয়ার, সম্পাদক হাসান  মো. মতিয়ার রহমান ও জিএম ওসমানী হাসান

বরগুনা: কাউন্সিল অনুষ্ঠানের দীর্ঘ ছয়মাস পাঁচদিন পর শুক্রবার (৫ মে) রাতে আমতলী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি ও সম্পাদক জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত পত্রে আমতলী উপজেলা কমিটির নাম ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানকে সভাপতি ও জিএম ওসমানী হাসানকে সম্পাদক ও বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদারকে সাংগঠিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

কমিটি ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগ গতকাল শুক্রবার রাতে জেলা শহরে এক আনন্দ শোভাযাত্রা বের করে। এ সময় নেতাকর্মীরা উল্লাসে ফেটে পরে। ২০২২ সালের ৩০ অক্টোবর আমতলী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে কমিটির নাম ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।