ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেলকুচিতে মেয়রসহ অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
বেলকুচিতে মেয়রসহ অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়র সমর্থকদের উপর এমপি সমর্থকদের হামলা ও সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় মেয়র সাজ্জাদুল হক রেজাসহ অর্ধশতাধিক দলীয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা দায়েরের বিষয়টি রোববার (১৪ মে) দুপুরের দিকে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন নিশ্চিত করেন।  

তিনি বলেন, পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল-আমিন সরকার বাদী হয়ে সাজ্জাদুল হক রেজাকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য সোহেল রানা।

গতকাল শনিবার (১৩ মে) বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমর্থকদের নিয়ে চা খাচ্ছিলেন মেয়র সাজ্জাদুল হক রেজা। এ সময় পুলিশসহ এমপি মমিন মন্ডলের সমর্থকরা এসে মেয়রের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করতে চায়। এনিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে এমপি মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী সেলিম সরকারের নেতৃত্বে মেয়রের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এছাড়াও এমপির গ্রুপের হাতে লাঞ্ছিত হন দৈনিক ইনকিলাবের বেলকুচি প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাবু ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক উজ্জল অধিকারী।

মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, এমপি সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছে। শনিবার দলীয় কার্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পর রোববার সকালে মোতালেব, রানা, আমিরুলসহ এমপি সমর্থকরা বেড়া খারুয়া গ্রামে গিয়ে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় ছেলে নাজিদুল ইসলামসহ মুক্তিযোদ্ধার স্ত্রী ও মেয়েদের মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।