ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ১৭, ২০২৩
‘স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ’

চাঁদপুর: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতা বিরোধী যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিন খেলে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। অনেক মূল্য দিয়ে কেনা আমাদের স্বাধীনতা।

স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতাকে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। বঙ্গবন্ধুর হত্যার ৬ বছর পর তারই সুযোগ্য কন্যা দেশে ফিরে আসেন। লাখ লাখ মানুষের ভালোবাসায সিক্ত হয়েছিলেন সেদিন। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি। এখনো তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ। আজকে দেশ তারই নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আওয়ামী লীগের নেতৃত্ব এদেশের সব মানুষের উন্নয়ন হবে। ত্যাগেই আনন্দ ভোগে আনন্দ নেই। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা আমরা সবাই কর্মী। যে পরাশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই পরাশক্তি আবার দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিনয় ভূষণ মজুমদার ও শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী।

আলোচনা সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ১৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ