ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে আ.লীগের ২৪১ নেতাকর্মীর নামে বিএনপির মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুন ৭, ২০২৩
পটুয়াখালীতে আ.লীগের ২৪১ নেতাকর্মীর নামে বিএনপির মামলা

পটুয়াখালী: পটুয়াখালীতে গত ২০ মে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের ২৪১ জনকে আসামি করে মামলা করেছে বিএনপি। মামলায় আওয়ামী লীগের ৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

 

মঙ্গলবার (৬ জুন) পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি প্রথম আদালতে জেলা বিএনপি কার্যালয়ের কেয়ার টেকার মোস্তাফা আকন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন বিচারক মোহাম্মদ আশিকুর রহমান।

জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২০ মে সকালে বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ শুরু হয়। এসময় আওয়ামী লীগের শান্তি সমাবেশের একটি অংশ পাশ দিয়ে যাওয়ার সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ নেতাকর্মী আহত হন।

এর আগে এ ঘটনায় বিএনপির ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪৫০ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।