ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জ ছাত্রদলের জেলার শীর্ষ ৪ নেতা ৪ থানার দায়িত্বে! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুন ৮, ২০২৩
না.গঞ্জ ছাত্রদলের জেলার শীর্ষ ৪ নেতা ৪ থানার দায়িত্বে! 

নারায়ণগঞ্জ: এক নেতার এক পদসহ এভাবে গুরুত্বপূর্ণ দুই ইউনিটের দায়িত্বে এক ব্যক্তিকে না রাখতে কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও সেই নির্দেশের থোরাই কেয়ার করছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতারা। এখানে নবগঠিত কমিটির পাঁচ জনের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ চার জন এখনো চারটি থানা ইউনিটের সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন।

 

জানা যায়, ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের নয় সদস্যের কমিটি অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এতে নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর ছয় মাস অতিবাহিত হলেও এখনো জেলার অধীনে চার থানা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন শীর্ষ চার নেতা।  

দলীয় সূত্রমতে, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া এখনো রূপগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের জিকু আড়াইহাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক জাকারিয়া সোনারগাঁ থানা ছাত্রদলের সভাপতি হিসেবে রয়েছেন।  

ছয় মাসেও তাদের দায়িত্ব অন্য কাউকে দিয়ে নতুন কমিটি দেওয়া হয়নি কিংবা কমিটি বিলুপ্তও করা হয়নি। একই নেতা দিয়ে চলছে জেলা ছাত্রদল ও ইউনিটগুলোর কার্যক্রম।  

দলের নেতাকর্মীরা জানান, একই নেতাদের দিয়ে গুরুত্বপূর্ণ ইউনিট পরিচালনা করায় সংগঠন দুর্বল হচ্ছে। এতে করে নতুন নেতৃত্ব বিকশিত হচ্ছে না। দ্রুত এসব নেতাদের দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন নেতৃত্বের হাতে ছাত্রদলের ইউনিটগুলো তুলে দিতে অনুরোধ করেন তারা। এ ব্যাপারে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করেন নেতারা।  

জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, আমরা ইউনিট কমিটিগুলোর কাজ চালাচ্ছি। এর মধ্যে ইউনিটে নেতৃত্ব দিতে আগ্রহীরা নিজেদের ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। সেগুলো যাচাই বাছাই কার্যক্রম চলছে। আশা করছি কিছু দিনের মধ্যেই ভালো ফলাফল আমরা দিতে পারবো।  

তবে একই ব্যক্তিদের দিয়ে ইউনিট কমিটিগুলো চলার ব্যাপারটি স্বীকার করলেও এ ব্যাপারে আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে জানান এই ছাত্রনেতা।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুন ০৮, ২০২৩ 

এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।