ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে: এলিট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে: এলিট

দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।  

তিনি বলেন, তারা দেশের মানুষকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

রাজপথে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

কেন্দ্র ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে শুক্রবার (৯ জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাংগঠনিক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির করছে।

বিএনপি মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।  

এসময় রাজপথে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে এই নেতা আরও বলেন, বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে প্রতিহত করার পাশাপাশি যুবলীগকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখনীর মাধ্যমে বিএনপির মিথ্যাচারের প্রতিবাদ করতে হবে।

এসময় তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ আয়োজিত ভারপ্রাপ্ত সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের পরিচালনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল করিম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত,  চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ নাথ, সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী, সদস্য বাবলু, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. পারভেজ, মাহমুদুল হাসান, ওমর ফারুক চৌধুরী, আবদুল আজিজ, নাছির উদ্দিন, হাসান মুরাদ, কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার, ইসলামপুর যুবলীগের সভাপতি বাবলা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।