ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পরিবারসহ প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের নয়া মেয়রের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
পরিবারসহ প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের নয়া মেয়রের সাক্ষাৎ

বরিশাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এ সময় তার পুরো পরিবারও ছিল।

রোববার (১৮ জুন) বেলা ১১ টায় গণভবনে সপরিবারে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র খোকন। সঙ্গে ছিলেন তার স্ত্রী লুনা আবদুল্লাহ, ছেলে আবিদুর রহমান ও তার স্ত্রী অ্যানদেইলিস অ্যাস্ত্রেয়া।

বিকেলে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করে খোকন সেরনিয়াবাতের মিডিয়া সেল। এছাড়া বিসিসি নির্বাচনে নৌকার প্রার্থীর মিডিয়া সেলের দায়িত্বে থাকা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না ও খোকনের ব্যক্তিগত সহকারী মো. রুবেলও বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।