যশোর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত হরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাহমুদ হাসান বিপুকে আটক করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ড পরিকল্পনা করেছেন এমন তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ইউজি/আরআইএস